০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে নিহত পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • ১৫ Time View

খুলনা মেট্রোপলিটন পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের হত্যা, গুম খুনের প্রতিবাদে আবারও প্রতিবাদী মিছিল কর্মসূচির অংশ হিসেবে খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের সময় সুমন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। তিনি খুলনা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। 

শুক্রবার (০২ আগস্ট) দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার জিরো পয়েন্ট, গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ হয়।

এসময় পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, লাঠিচার্জ ও গুলিবর্ষণ শুরু করে। পরে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসী ও শিক্ষকরাও যোগ দেন আন্দোলন শান্ত করতে। পরে অবস্থা বেগতিক হলে এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় শিক্ষার্থীদের। পরে এতে কয়েকশত শিক্ষার্থী আহত ও একজন পুলিশ নিহত হবার ঘটনা ঘটে।

পুলিশ নিহত হবার ঘটনায় সাংবাদিকেরা যোগাযোগ করলে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষে আমাদের ২০ জন আহত হয়েছেন এবং পুলিশ লাইন্সের কনস্টেবল মো. সুমন আহমেদ নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় কনস্টেবল মাজহারুল ইসলাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গণ/আ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে নিহত পুলিশ

Update Time : ০৯:৫৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের হত্যা, গুম খুনের প্রতিবাদে আবারও প্রতিবাদী মিছিল কর্মসূচির অংশ হিসেবে খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের সময় সুমন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। তিনি খুলনা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। 

শুক্রবার (০২ আগস্ট) দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার জিরো পয়েন্ট, গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ হয়।

এসময় পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, লাঠিচার্জ ও গুলিবর্ষণ শুরু করে। পরে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসী ও শিক্ষকরাও যোগ দেন আন্দোলন শান্ত করতে। পরে অবস্থা বেগতিক হলে এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় শিক্ষার্থীদের। পরে এতে কয়েকশত শিক্ষার্থী আহত ও একজন পুলিশ নিহত হবার ঘটনা ঘটে।

পুলিশ নিহত হবার ঘটনায় সাংবাদিকেরা যোগাযোগ করলে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষে আমাদের ২০ জন আহত হয়েছেন এবং পুলিশ লাইন্সের কনস্টেবল মো. সুমন আহমেদ নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় কনস্টেবল মাজহারুল ইসলাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গণ/আ