
সাধারণ নিরস্ত্র ফিলিস্তিনিদের নির্বিকারে হত্যা, ধ্বংসযজ্ঞ চালানোয় ইজরায়েলের বিরুদ্ধে ভারতের পশ্চিমবঙ্গের ডান বা বামপন্থী কয়েকটি রাজনৈতিক সংগঠন ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ মিছিল করলেও, ইজরায়েলের পতাকা হাতে দৃঢ় সমর্থনে রাস্তায় নেমেছে বিজেপি।
বুধবার (০৯এপ্রিল) উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় ইজরায়েলের পক্ষে পতাকা হাতে মিছিল করে বিজেপির নেতাকর্মীরা।
তারা দাবি তুলে, ইজরায়েল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, এবং তারা ভারতের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। তবে এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়দের মাঝে।
এদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোমনাথ শ্যাম এই ঘটনায় সংশ্লিষ্ট বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর বক্তব্য, ‘আন্তর্জাতিক ইস্যুতে এমন উত্তেজনা ছড়ানো উদ্দেশ্যপ্রণোদিত।
বিভিন্ন ইসলামি বাম দলের নেতারা সহ সাধারণ মানুষ জানান, ‘ ইসরায়েল থেকে কিছু সুবিধা ভোগের আশায়তেই এমন গোলামির চক্ষু দৃশ্যমান করতে ব্যস্ত বিজেপি, যা ভারতীয় শুধু নয় মানুষ হিসেবে বিজেপির এমন হীন কর্মকে ঘৃণার চোখে দেখছে সর্বসাধারণেরা।’
তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। দলের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, “ইজরায়েল ভারতের বন্ধু রাষ্ট্র। তাদের সমর্থনে মিছিল করা কোনো অপরাধ নয়।”