০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগ করবে পাপন

ছাত্র-জনতার আন্দোলন আন্দোলনের জেরে দেশ ছেড়ে আওয়ামীলীগের একাধিক নেতা পালায়ন ও শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করলেও সাবেক ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অবস্থান সম্পর্কে জানা যায়নি।

আগে থেকে প্রশ্ন ছিল তার দায়িত্ব ও কর্মভার নিয়ে। ক্ষমতার জেরেই ছিলেন একই পদে গত ১৬ বছর বহাল। তবে এবার তোপের মুখে পড়ে গা ঢাকা দিলেও বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, “বিসিবির সভাপতি পদ থেকে অব্যাহতি নিতে রাজি হয়েছেন পাপন। এ বিষয়ে বোর্ডেএ পরিচালকপর্ষদের আলোচনাও করেছেন তিনি।”

বৃহস্পতিবার বিসিবির পরিচালকপর্ষদের ঐ ব্যক্তি জানান, ‍‍’পাপন ভাই কো-অপারেট করতে চান। তিনি সরে যেতে চান। এ নিয়ে আমার সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি। তবে তিনি সরে যেতে চেয়েছেন। কখন কী করবেন তা বলতে পারছি না। বিসিবির সিনিয়র পরিচালকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।‍‍`

পাপন পদত্যাগ করলে আবারও নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হবে। সেক্ষেত্রে লম্বা সময় পর পরিবর্তন আসবে বিসিবির শীর্ষ নেতৃত্বে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পদত্যাগ করবে পাপন

Update Time : ০৫:৫২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

ছাত্র-জনতার আন্দোলন আন্দোলনের জেরে দেশ ছেড়ে আওয়ামীলীগের একাধিক নেতা পালায়ন ও শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করলেও সাবেক ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অবস্থান সম্পর্কে জানা যায়নি।

আগে থেকে প্রশ্ন ছিল তার দায়িত্ব ও কর্মভার নিয়ে। ক্ষমতার জেরেই ছিলেন একই পদে গত ১৬ বছর বহাল। তবে এবার তোপের মুখে পড়ে গা ঢাকা দিলেও বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, “বিসিবির সভাপতি পদ থেকে অব্যাহতি নিতে রাজি হয়েছেন পাপন। এ বিষয়ে বোর্ডেএ পরিচালকপর্ষদের আলোচনাও করেছেন তিনি।”

বৃহস্পতিবার বিসিবির পরিচালকপর্ষদের ঐ ব্যক্তি জানান, ‍‍’পাপন ভাই কো-অপারেট করতে চান। তিনি সরে যেতে চান। এ নিয়ে আমার সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি। তবে তিনি সরে যেতে চেয়েছেন। কখন কী করবেন তা বলতে পারছি না। বিসিবির সিনিয়র পরিচালকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।‍‍`

পাপন পদত্যাগ করলে আবারও নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হবে। সেক্ষেত্রে লম্বা সময় পর পরিবর্তন আসবে বিসিবির শীর্ষ নেতৃত্বে।