
জাতীয় দলের হয়ে পাকিস্তান সফরের টি-টোয়েন্টি সিরিজে খেলার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। তবে ভারতীয় আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় চোট পেয়ে ছিটকে গেলেন এই বাঁহাতি পেসার।
২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান মোস্তাফিজ। জস ইংলিসের একটি শট থামাতে গিয়ে রিটার্ন ক্যাচ ধরতে গিয়ে তার বাঁ হাতের আঙুলে ব্যথা পান তিনি। বাংলাদেশ দলের ফিজিও দেলোয়ার হোসেন জানিয়েছেন, এই চোট থেকে সেরে উঠতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে।
ফলে পাকিস্তান সিরিজে খেলা হচ্ছে না মোস্তাফিজের। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার খালেদ আহমেদ।
এ নিয়ে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে পড়া তৃতীয় ক্রিকেটার হলেন মোস্তাফিজ। এর আগে ব্যক্তিগত কারণে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। ইনজুরির কারণে বাদ পড়েছেন ব্যাটার সৌম্য সরকারও।
পরপর তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ দল। তবে নির্বাচকরা আশা করছেন, সুযোগ পাওয়া নতুন খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে পারবেন।