
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলী বাহিনী কতৃক সাধারণ মানুষ হত্যা ও বর্বরোচিত হামলা এবং এ কাজে যুক্তরাষ্ট্রের ইন্ধনের প্রতিবাদে সারাবিশ্বের শিক্ষার্থীদের সাথে একযোগে বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার থেকে নিয়ে এ কর্মসূচির ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
ক্লাস বর্জনের পাশাপাশি সারাদিন ব্যাপি চলছে তাদের প্রতিবাদী মিছিল কর্মসূচি সহ দেশে ইসরায়েলী পন্য বর্জন কর্মসূচি। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মিছিলে দেখা যায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদেরও। এছাড়া দেশের বিভিন্ন স্থানে একযোগে প্রতিবাদী কর্মসূচি করছে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন সহ সর্বসাধারণ মানুষ।