
যশোর ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন এর সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিন হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আল হাসান
সোমবার (৬ জানুয়ারি) সকালে গত কমিটির সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটি প্রকাশিত হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্য সংখ্যা ২৯ জন। ভেটেরিনারি পড়ুয়া যশোরের সকল শিক্ষার্থী এই কমিটিতে স্থান পায়।২০২৩-২৪ কমিটির বিদায় সভাপতির বক্তব্যে তালহা রায়হান বলেন, অনেক সীমাবদ্ধতার জন্য আমরা অনেক কাজ করতে পারিনি।নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দদের প্রতি আহ্বান থাকবে সংগঠনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর পেশায় মান উন্নয়নে কাজ করবে।