
ইউটিউবের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা মিস্টার বিস্ট, যাঁর আসল নাম জিমি ডোনাল্ডসন, মাত্র ২৭ বছর বয়সে বিলিয়নিয়ারের কাতারে নাম লেখালেন। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, তাঁর সম্পদের পরিমাণ এক বিলিয়ন বা একশ’ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
সাধারণ কনটেন্ট তৈরি করে ইউটিউব যাত্রা শুরু করলেও বর্তমানে মিস্টার বিস্ট বিভিন্ন ব্যতিক্রমধর্মী চ্যালেঞ্জ, সামাজিক উদ্যোগ এবং বিশাল অঙ্কের পুরস্কার ঘিরে নির্মিত ভিডিওর জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। তাঁর ভিডিওগুলো এখন অনেকটাই টেলিভিশনের রিয়েলিটি শোর মতো আকর্ষণীয় হয়ে উঠেছে।
ভিডিও নির্মাণের পাশাপাশি ব্যবসার দিকেও নজর দিয়েছেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত দুটি উল্লেখযোগ্য ব্র্যান্ড হলো MrBeast Burger এবং Feastables। ইউটিউব থেকে প্রাপ্ত আয়ের একটি বড় অংশ তিনি ব্যবসায় বিনিয়োগ করেছেন এবং তা থেকেই গড়ে তুলেছেন বিশাল সম্পদ।
বিশ্বের অষ্টম সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হিসেবে জায়গা করে নেওয়া মিস্টার বিস্টের আরেকটি বিশেষ দিক হলো—তিনি সম্পূর্ণ নিজ প্রচেষ্টায় এই অবস্থানে পৌঁছেছেন, কোনো প্রকার পারিবারিক উত্তরাধিকার ছাড়াই। ৩০ বছরের কম বয়সী ধনীদের মধ্যে তিনিই একমাত্র যিনি ‘সেলফ-মেইড’ বিলিয়নিয়ার হিসেবে স্বীকৃত।