
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপোষ না করায় চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেননি। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন জীবন রক্ষার প্রয়োজনে।
সাক্ষাৎকারে কাদের বলেন, “আমাদের নেত্রী (শেখ হাসিনা) জীবনের নিরাপত্তার জন্য দেশ ত্যাগ করেছিলেন, কারণ সেসময় তাঁর ওপর হামলার পরিকল্পনা ছিল। আর খালেদা জিয়া আপোষ না করায় তিনি অসুস্থ অবস্থায়ও দেশ ছাড়তে পারেননি।”
২০০৭ সালের ৫ আগস্টের রাজনৈতিক উত্তাল পরিস্থিতির কথা স্মরণ করে তিনি জানান, সেদিন ছাত্রদের সহায়তায় তিনি রক্ষা পান এবং আত্মগোপনেও থাকতে হয়েছিল কিছু সময়ের জন্য।
গণতন্ত্র ও উন্নয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “ভুল হলে আমরা স্বীকার করি। উন্নয়ন ও গণতন্ত্র একসাথে এগিয়ে যেতে পারে। দলীয়ভাবে আত্মসমালোচনার চর্চা আমাদের আছে।”
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ‘রাতের ভোট’ এবং ২০২৪ সালের নির্বাচনের প্রেক্ষাপট নিয়েও কথা বলেন তিনি। কাদের বলেন, “ভুল হলে আমরা স্বীকার করব। তবে জনগণের মুখোমুখি হতে আমরা প্রস্তুত। দেশের মাটিতেই আমাদের রাজনৈতিক কর্মসূচি চলবে।”
সাক্ষাৎকারের শেষদিকে তিনি বলেন, “আমরা হয়তো গাটারে পড়ে গিয়েছি, কিন্তু সেখান থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছি।”