
সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটি (টিইএস) কর্তৃক নিটার ১৪তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
নতুন শিক্ষার্থীদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেয়া, তাদের সফট স্কিল উন্নয়ন এবং ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে সহায়তা করার উদ্দেশ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটি (টিইএস) নবীন শিক্ষার্থীদের জন্য (১৪তম ব্যাচের) ওরিয়েন্টেশন প্রোগ্রামার আয়োজন করেছে।
সোমবার (জানুয়ারি ১৩, ২০২৫) বেলা দুইটায় নিটার কনফারেন্স রুমে উক্ত প্রোগ্রামটি শুরু হয়। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন নিটারের নবনিযুক্ত ডিরেক্টর ড: আশেকুল আলম রানা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটির (টিইএস) প্রতিষ্ঠাতা মো: রিফাতুর রহমান মিয়াজী। এছাড়াও শিক্ষকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. মো: আবুল কালাম (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর) এবং মো: মাহবুব হাসান (অ্যাসোসিয়েট প্রফেসর)।
প্রোগ্রামের শুরুতেই পরিচালক মহোদয় তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। শিক্ষকদের মধ্য থেকে ড: মো: আবুল কালাম তার বক্তব্যে একজন শিক্ষার্থী কীভাবে তার সফট স্কিল বৃদ্ধি করবে সে সম্পর্কে ধারণা দেন। এছাড়াও মো: মাহবুব হাসান বক্তব্য রাখেন। তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটির অগ্রগতি সম্পর্কে বলেন এবং একজন শিক্ষার্থীকে বিশ্বে বিভিন্ন দেশে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে ক্লাবগুলো কিভাবে সহায়তা করে সে সম্পর্কে ধারণা দেন।
পরবর্তীতে বিশেষ অতিথি মো: রিফাতুর রহমান মিয়াজী তার বক্তব্যে বিভিন্ন ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা, চ্যালেঞ্জ, লিডারশীপ, প্রথম বর্ষ হতে একজন শিক্ষার্থীর কী কী করণীয় এসব সম্পর্কে ধারণা দেন। এছাড়াও তিনি নিটারের বিভিন্ন বিভাগের ল্যাব সুবিধা, ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ বৃদ্ধি সম্পর্কেও ধারণা দেন।একইসাথে নিটার সাইন্স সোসাইটির ভাইস-প্রেসিডেন্ট (রিসার্চ) রবিউল আলম মারুফ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটির বিভিন্ন বিভাগের লিডাররা তাদের বক্তব্যে নিজ নিজ অভিজ্ঞতাসমূহ তুলে ধরেন।
উক্ত প্রোগ্রামে শিক্ষার্থীদের জন্য কুইজের আয়োজন করা হয় এবং সকলের নাস্তা ও দুপুরের খাবার পরিবেশন করা হয়। আজকের প্রোগ্রামের ক্লাব পার্টনার হিসেবে ছিলো নিটার সাংবাদিক সমিতি, নিটার সাইন্স সোসাইটি এবং নিটার ফিল্ম এন্ড ফটোগ্রাফিক সোসাইটি। বেলা সাড়ে চারটায় কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রামটি সমাপ্ত হয়৷
টেক্সটাইল শিল্পে ক্যারিয়ার গড়তে আগ্রহী নিটারিয়ানদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ হতে পারে বলে মনে করেন করেন আয়োজক কর্তৃপক্ষ। ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতা উন্নয়ন এবং শিল্প খাতের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় দ্রুত অগ্রগতি করতে পারবে বলে আশাবাদী নিটার টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটি (টিইএস)।