১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় গণহত্যার প্রতিবাদে নিটার শিক্ষার্থীদের ‘নো ওয়ার্ক’ কর্মসূচি

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) -এর শিক্ষার্থীরা।

ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভে অংশ নেয় টেক্সটাইলসহ পাঁচটি বিভাগের শিক্ষার্থীদের পশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও একাত্মতা প্রকাশ করেছেন।

রবিবার (৬ এপ্রিল) কর্মসূচির ঘোষণা দেওয়ার পর সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টার পর থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসের ইয়ার্ন শেড সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। এরপর ১২টা ৩০ মিনিটে শুরু হয় একটি শোকাবহ প্রতিবাদী বিক্ষোভ মিছিল, যা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মেইন গেইট এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভে নিটারের পরিচালক প্রফেসর ড. আশেকুল আলম রানা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব বোরহান উদ্দিন বান্না, লেকচারার জনাব আবির খান, কম্পিউটার সাইন্স বিভাগের লেকচারার মোহাম্মদ সাইদুজ্জামান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান জনাব মুয়াজ রহমানসহ অনেক শিক্ষক ও কর্মকর্তা একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “গাজায় যা চলছে তা কোনো সাধারণ সংঘাত নয়, এটি একটি পরিকল্পিত গণহত্যা। বিশ্ব সম্প্রদায় যদি এখন চুপ থাকে, তাহলে মানবতা নামক কিছু আর অবশিষ্ট থাকবে না।”

নিটার সাংবাদিক সমিতি (নিসাস)-এর কাছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী বলেন, “এই হামলা শুধু ফিলিস্তিনিদের ওপর নয়, এটি মানবতাবিরোধী অপরাধ। আমরা শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ জানাচ্ছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাচ্ছি—এই রক্তপাত বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।”

প্রতিষ্ঠানটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইইই ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ ক্লাস ও পরীক্ষা বর্জনের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেয়।

শিক্ষার্থীরা জানান, তারা শুধু গাজা নয়, বিশ্বের যেকোনো জায়গায় নিরীহ মানুষের ওপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজায় গণহত্যার প্রতিবাদে নিটার শিক্ষার্থীদের ‘নো ওয়ার্ক’ কর্মসূচি

Update Time : ০৩:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) -এর শিক্ষার্থীরা।

ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভে অংশ নেয় টেক্সটাইলসহ পাঁচটি বিভাগের শিক্ষার্থীদের পশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও একাত্মতা প্রকাশ করেছেন।

রবিবার (৬ এপ্রিল) কর্মসূচির ঘোষণা দেওয়ার পর সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টার পর থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসের ইয়ার্ন শেড সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। এরপর ১২টা ৩০ মিনিটে শুরু হয় একটি শোকাবহ প্রতিবাদী বিক্ষোভ মিছিল, যা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মেইন গেইট এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভে নিটারের পরিচালক প্রফেসর ড. আশেকুল আলম রানা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব বোরহান উদ্দিন বান্না, লেকচারার জনাব আবির খান, কম্পিউটার সাইন্স বিভাগের লেকচারার মোহাম্মদ সাইদুজ্জামান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান জনাব মুয়াজ রহমানসহ অনেক শিক্ষক ও কর্মকর্তা একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “গাজায় যা চলছে তা কোনো সাধারণ সংঘাত নয়, এটি একটি পরিকল্পিত গণহত্যা। বিশ্ব সম্প্রদায় যদি এখন চুপ থাকে, তাহলে মানবতা নামক কিছু আর অবশিষ্ট থাকবে না।”

নিটার সাংবাদিক সমিতি (নিসাস)-এর কাছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী বলেন, “এই হামলা শুধু ফিলিস্তিনিদের ওপর নয়, এটি মানবতাবিরোধী অপরাধ। আমরা শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ জানাচ্ছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাচ্ছি—এই রক্তপাত বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।”

প্রতিষ্ঠানটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইইই ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ ক্লাস ও পরীক্ষা বর্জনের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেয়।

শিক্ষার্থীরা জানান, তারা শুধু গাজা নয়, বিশ্বের যেকোনো জায়গায় নিরীহ মানুষের ওপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার থাকবে।