
ফিলিস্তিনে নির্বিকারে সাধারণ মানুষের হত্যা ও পুরো রাষ্ট্রকে ধুলিস্বাদ করার ইজরায়েলের গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ ‘মার্চ ফর গাজা’ শিরোনামে জমায়েতের ডাক দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামে একটি সংগঠন।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩ঘটিকায় এই গণজামায়াতে শুরু কথা থাকলেও এরই মধ্যে ঢাকার প্রবেশ মুখগুলোতে লাখো মানুষের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানে।
সরেজমিনে দেখা গেছে, ছোট-বড় মিছিল নিয়ে মানুষ আসছেন। কোনো মিছিল আসছে শাহবাগের দিক থেকে, কোনোটি দোয়েল চত্ত্বরের দিক থেকে, আবার কোনোটি আসছে নীলক্ষেতের দিক থেকে, আবার যাত্রাবাড়ী, সাভার, উত্তরা সহ ঢাকার বিভিন্ন প্রবেশ মুখ গুলোতে। প্রত্যেকের হাতে রয়েছে আমাদের বাংলাদেশের ও ফিলিস্তিনের পতাকা।
মিছিলে অংশ নেয়া এক শিক্ষার্থীর সাথে কথা বললে তিনি জানান, ‘ফিলিস্তিনে আজ যেই নির্মমতা চলছে আমরা এখান থেকে তাদের পক্ষে কিছুই করতে পারছি না। সে কারণে অন্তত তাদের পাশে যে আমরা আছি, তা বোঝাতেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসেছি।’
এদিকে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন। এছাড়া ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সামিল হচ্ছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
মার্চ ফর গাজা’র আজকের কর্মসূচিতে সভাপতিত্ব করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।