অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে সঙ্গে নিয়েই বিসিবিতে পা রেখেছেন ক্রিকেটার তামিম ইকবাল।
[caption id="attachment_303" align="aligncenter" width="1280"] বিসিবিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে তামিম ইকবাল[/caption]
আসলে গুঞ্জনের শুরু এখানেই। জন মনে দানা বেঁধেছে নতুন নতুন প্রশ্ন। তবে কি পাচ্ছেন ক্রিকেট বোর্ডের সভাপতির পদ নাকি আবার অধিনায়কত্ব পাচ্ছেন তামিম?
গত সেপ্টেম্বরের বিশ্বকাপের থেকেই দলের বাইরে রয়েছেন তিনি। সাথে ছিল দেশের ক্রিকেট পাড়ায় বিস্তার লাভ করা এক অধিপত্যের রাজ ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সাথে দ্বন্দ্বের গুঞ্জন আর তর্ক বির্তক।
যেহেতু সাকিব নেই, নেই পাপন। এক চটিয়া রাজনীতির বিস্তার থেকে পরিত্রাণ। আবার ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুসও সরে গিয়েছেন। আর এদিকে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে গুঞ্জন বড় হতে সময় নেয়নি।
বিসিবির মেডিকেল টিম জানিয়েছে, "নিয়মিত জিম সেশন বা অন্যান্য কাজ চালিয়ে যাচ্ছেন তামিম। খেলার বাইরে থাকলেও দ্রুতই মাঠে যেন ফিরতে পারেন, সেই প্রক্রিয়াতেই আছেন ড্যাশিং এই ওপেনার। "