প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৪, ১০:১১ পি.এম
দেশ ছাড়লো শেখ হাসিনা ও তার বোন

মার্চ টু ঢাকা লং মার্চের প্রথম দিনেই ছাত্রদের আন্দোলনের মুখে পড়ে দেশ ছেড়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (০৫ আগস্ট) বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দেয়
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তবে তিনি সে সুযোগ পাননি।
তার দেশ ছাড়ার পর পরই শিক্ষার্থীরা ঢুকে পড়ে গণভবনে সাথে সাধারণ জনতাও। এর পরে সারাদেশের ঘর থেকে বের হয়েছে সাধারণ জনতা। ঢাকায় সমাগম পড়েছে কয়েক কোটি জনতার বিজয় উল্লাস।
Copyright © 2025 গণ বার্তা. All rights reserved.