দেশে যে নৈরাজ্য হত্যা-সহিংস্তা ঘটছে সব দায় স্বীকার করে নিয়ে ক্ষমতার গদি হস্তান্তর করুন বলে সরকারের প্রতি আহবান জানিয়েছে অন্যতম রাজনৈতিক জোট গনতন্ত্র মঞ্চের নেতারা।
রোববার (০৪ আগস্ট) নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ সোমবারের লংমার্চ টু ঢাকা কর্মসূচির প্রতি গণতন্ত্র মঞ্চে সর্বাত্মক সমর্থন ও পাশে থাকার অঙ্গীকারের কথা জানিয়ে
বিজ্ঞপ্তিতে বলা হয়,
'১৬ জুলাইয়ে পর থেকে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর ক্রমাগত হত্যা ও গুলির মাধ্যমে সরকার মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংগঠিত করছে। সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকা দেশের মানুষের জন্য হুমকি। সরকারকে সব হত্যা-সহিংসতার দায় নিয়ে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানানো হচ্ছে।'
গণতন্ত্র মঞ্চের সভাপতি জননেতা জোনায়েদ সাকি বলেন, 'রোববার সারা দেশে প্রায় ১০০ মানুষকে হত্যা এবং হাজারো মানুষের ওপর গুলি ও হামলা করা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশের হামলায় জেএসডি ছাত্রলীগের মাগুরা জেলার সাধারণ সম্পাদক সোহাইম হোসেন ও ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জুলফিকার শাকিল গুলিবিদ্ধ হোন। মাথায় গুলিবিদ্ধ শাকিলের অবস্থা আশঙ্কাজনক।'
এদিকে নতুন করে মোবাইল ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ বন্ধ করে সরকার আরও নির্মমতার প্রস্তুতি নিচ্ছে বলে মনে করে গণতন্ত্র মঞ্চ। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।