প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, প্রতিহিংসা সমাজে খুনের পরিবেশ সৃষ্টি করে। গত ১৬ বছরে জামায়াত সবচেয়ে নির্যাতিত ছিল। আমরা কারও ওপর প্রতিশোধ নেব না, সবাইকে আজ থেকে সাধারণ ক্ষমা করে দিলাম বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে নরসিংদীর ব্রাহ্মণদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে নিহত ১৯ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, একে একে ১১ জন দায়িত্বশীল শীর্ষ নেতাকে অত্যন্ত ঠাণ্ডা মাথায় বিচারের নামে জুলুম করে হত্যা করা হয়েছে। আমাদের শত শত কর্মীকে গুম করা হয়েছে। হাজার হাজার কর্মীকে পঙ্গু করা হয়েছে। দুই চোখ খুলে নেওয়া হয়েছে। গুলি করে অন্ধ করে দেওয়া হয়েছে। হাত কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে। কী যন্ত্রণা আমরা বুকে নিয়ে চলছিলাম। মিথ্যা মামলায় হত্যা, ফাঁসি, করা হয়েছে সহস্র নেতাকর্মীদের। কিন্তু আমরা পরিষ্কার ঘোষণা করেছি, কারও ওপর প্রতিশোধ নেব না। সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম। বিচার আল্লাহ করবেন।
এসময় নিহত প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক অনুদান তুলে দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, এগুলা আপনাদের পরিবারের ব্যাথা কমাবেনা, তার সাধ্যও নেই আমাদের। শুধু চাই আপনার পরিবারের বিপদে পাশে দাঁড়াতে। যেকোনো একজন কর্মক্ষম ব্যক্তির আর্থিকভাবে সাবলম্বী করতে সাহায্য করতে।