সৌন্দর্য এবং এর উজ্জ্বলতা ফিরে পেতে কারই না ভালো লাগে। আদিকাল থেকেই চর্চা হয়ে আসছে এর সেটা ফরসা কি কালো সকল ব্যক্তিই যেন তার এক গোলাম।
তবে চেহারায় এ উজ্জ্বলতা ফিরিয়ে আনতে যেসকল প্রদাধনীর কথা মাথায় আসে তা নামি দামী ব্রান্ডের হাজার টাকা দামের বিভিন্ন প্রোডাক্ট। তবে আমাদের চার পাশে প্রাকৃতিকভাবেই এমন কিছু জিনিস রয়েছে যা বিনামূল্যেই মিটিয়ে দিবে আমাদের সেসকল স্বপ্ন। চলুন এবার জেনে নেয়া যাক:
১. হদুল:
সৃষ্টির আদিকাল থেকে ব্যবহৃত হচ্ছে ত্বকের যত্নে হলুদ। প্রতিদিন গোসলের আগে বা রাতে কিছু সময় মুখে বা ত্বকের যেকোনো স্থানে এটির ব্যবহার আপনাকে করে তুলবে আরও উজ্জ্বল ও আকর্ষণীয়। কালছে ভাব দূর করে চেহারা করবে হলুদাভ সাদা।
২. টকদই:
ত্বকের উজ্জ্বলতায় এটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছুক্ষণ রেখে ১০-১৫ মুখের ত্বকের ব্যবহার আপনাকে বাড়াবে আরো গ্লোসি। সাথে লেবুর রস এর কার্যকরীতা আরও বাড়াবে বহুগুণ।
৩. এলোভেরা:
ত্বকের যত্নে এলোভেরা ব্যবহার করবেন না এটা কোনোভাবেই সম্ভব নয়। প্রাচীনকাল থেকেই সব থেকে বেশিই ব্যবহৃত হয়ে আসছে এলোভেরার নাম। বাইরের সবুজ অংশ ছাড়িয়ে ভেতরের আঠালো অংশ নিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করতে পারেন দুপুরে ও রাতে ঘুমানোর পূর্বে যা আপনাকে দিবে বেশি কার্যকরীতা। এছাড়া বাইরে থেকে এসেই ধুলাবালি মুখে এলোভেরার ব্যবহার আপনাকে দিবে রোদ আর ধুলোয় মুখের ক্ষতি থেকে স্বস্তি।
৪. মধু:
মধুও আদিকাল থেকে রাজকন্যাদের সৌন্দর্য এর নেপথ্যে ভূমিকা রেখে চলেছে। মধুর ব্যবহার আপনাকে দিবে চেহারায় অন্যরকম সাদার গ্লোসি। ময়লা দাগ দূর করে অন্যরকম একটি সাদার সংমিশ্রণ এনে দিবে চেহারায়। মাঝে মাঝে যার সাথে লেবুর ব্যবহারও ভালো ফল দিবে।