প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ১১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২৪, ১০:০৪ পি.এম
জাতীয় স্মৃতি সৌধের পাহারায় গবি শিক্ষার্থীরা

মঙ্গলবার (৬ আগষ্ট) বিকেলে জাতীয় স্মৃতিসৌধের সামনের থেকে শিক্ষার্থীদের এ কার্যক্রম শুরু হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, রাতে মহড়া ও জনসচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রম চালাচ্ছেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও জাতীয় সংসদ বিলুপ্তি, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের কর্মবিরতিতে সৃষ্ট পরিবেশে সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়সহ বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় দেশের অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে এ কাজ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
গবির সমন্বয়ক কমিটির সদস্য রাজিব হোসেন জানান, 'নিশ্চয়ই স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। আমরা গতকাল এক অভূতপূর্ব বিজয় পেয়েছি তবে কিছু অপশক্তি যারা পূর্ব থেকেই ফায়দা হাসিল করতে চেয়েছে এখন তারা সমস্ত দেশেই এক অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে চাচ্ছে। আমরা গণ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা রাষ্ট্রীয় সম্পদ হেফাজত করতে এবং ব্যক্তির জান-মাল হেফাজতের জন্য কাজ করে যাচ্ছি। এসময় সকলের নিজ স্থান থেকে সচেতন থাকা জরুরি।'
উল্লেখ্য, দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে সংহতি জানিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে গবি।
Copyright © 2025 গণ বার্তা. All rights reserved.