অবশেষে চালু হয়েছে আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের জেরে টানা ৫২ ঘন্টা আটকে থাকা নবীনগর-চন্দ্রা মহাসড়ক এবং সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকরা প্রত্যাহার করেছে অবরোধ।
বুধবার (২ অক্টোবর) দুপুর সেনাবাহিনীর মধ্যস্থতায় মহাসড়কের অবরোধ ছেড়ে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয়। ফলে টানা ৫২ ঘণ্টা পর সচল হয় এই মহাসড়কের পাশাপাশি আটকে থাকা ঢাকা আরিচা মহাসড়ক সহ গাবতলি পর্যন্ত পুরো উত্তর-দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা। বর্তমানে পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
দুপুর ১২টার সেনা কর্মকর্তারা জানান, বার্ডস গ্রুপের চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তাকে কারখানায় আনতে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে হবে। এরপরই শ্রমিকরা সড়ক থেকে সড়ে যান এবং শক্ত অবস্থানে থাকা শ্রমিকরা কারখানার প্রধান ফটকে গিয়ে অবস্থান নেন।
ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বলেন, "পুলিশ বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর চেষ্টায় সড়কটিতে যান চলাচল শুরু হয়। তবে এখনো সড়কটিতে যানবাহনের চাপ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ কাজ শুরু করেছে।"
এর আগে, সোমবার ভোর থেকে মহাসড়কের বাইপাইল পয়েন্টে উভয় লেনই অবরোধ করে রাখেন শ্রমিকরা। রাতেও তারা সড়কে ছিলেন। পরদিন মঙ্গলবার সড়ক থেকে সরেননি। সবশেষ বুধবারও তারা সড়কে অবস্থান নেন। এতে সড়কটির দুই পাশ স্থবির হয়ে পড়ে। যাত্রীদের ভোগান্তি চরমে উঠে।
দুপুরে শ্রমিকদের সাথে এবিষয়ে কথা বললে তারা জানান, "বার্ডস গ্রুপের চারটি কারখানা বার্ডস আর এন আর ফ্যাশন্স লিমিটেড, বার্ডস গার্মেন্টস, বার্ডস ফেডরেক্স ও বার্ডস এ অ্যান্ড জেড লিমিটেড পাওনাদি পরিশোধ না করে বন্ধের ঘোষণা দেয়।"