
জুলাই বিপ্লব নিয়ে খুব শিগগিরই নির্মাতা মাবরুর রশিদ বান্না পরিচালিত নাটক আসছে লাঞ্চ।
গেল শনিবার আরশ খান অভিনীত লাঞ্চ নাটকটির ৩মিনিট ২১ সেকেন্ডের ট্রেইলার প্রকাশিত হয়। নাটকটির নির্মাতা মাবরুর রশিদ বান্না জানিয়েছিলেন, খুব শিগগিরই আসছে লাঞ্চ। সেই সঙ্গে এও বলেছিলেন, লাঞ্চ স্বৈরাচারের রক্তবমি করিয়ে ছাড়বে।
ট্রেইলার দেখেই এক দর্শক লিখেছেন, ‘রাজাকার শব্দ শুনলেই আমাদের চোখে দাড়ি টুপি ভেসে ওঠে। কিন্তু বাস্তবে বেশির ভাগ রাজাকারের দাড়ি টুপি ছিল না বরং তারা ক্লিন শেভ ছিল। তাহলে এর কারণ কী? এর কারণ হচ্ছে প্রগতিশীল, শাহবাগিরা। এরা মুক্তিযুদ্ধ নিয়ে যত নাটক, সিনেমা কিংবা বই লিখেছে সবখানে দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক হিসেবে ব্যবহার করেছে। ফলে আমরা তাতে অভ্যস্ত হয়ে গেছি।’