প্রিন্ট এর তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫
যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের নৌবাহিনীা
আন্তর্জাতিক ডেস্ক ||
ইরানের নৌবাহিনী যেকোনো ধরনের আগ্রাসন ও বাহ্যিক হুমকির জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি। ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।মেজর জেনারেল মুসাভি জানান, ইরানের নৌবাহিনী কৌশলগত সক্ষমতা, নিজস্ব প্রযুক্তি ও জিহাদি মনোভাবের ওপর নির্ভর করে সম্ভাব্য সব ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। তাঁর ভাষায়, “নানা ঘটনায় নৌবাহিনী তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। নিজস্ব সামর্থ্য, কার্যকর অভিযান ও জিহাদি চেতনার ভিত্তিতে আমরা যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর, কার্যকর এবং অনুশোচনা সৃষ্টিকারী জবাব দিতে প্রস্তুত।”তিনি আরও বলেন, পারস্য উপসাগর, ওমান সাগর ও দেশের আঞ্চলিক পানিসীমায় যে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে, তা ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিট ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নৌ ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ফল।মুসাভি মন্তব্য করেন, “আল্লাহর রহমতে আজ এই কৌশলগত সহযোগিতার ধারা যেকোনো হুমকির বিরুদ্ধে বুদ্ধিদীপ্ত প্রতিরোধের কার্যকর মডেলে পরিণত হয়েছে।”
ইরানের সামরিক বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা সম্প্রতি দেশটির জলসীমায় নিরাপত্তা ও সামুদ্রিক নজরদারি জোরদারের বিষয়ে বক্তব্য দিয়েছেন। আঞ্চলিক টানাপোড়েন ও আন্তর্জাতিক উত্তেজনার মাঝেও ইরান নৌ-সামরিক সক্ষমতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা