প্রিন্ট এর তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫
বাচ্চাদের প্রাথমিক যে যে আদবগুলো শেখাবেনা
অনলাইন ডেস্ক ||
ইসলাম শুধু ইবাদত নয়—চরিত্র, আচরণ ও আদবকেও অত্যন্ত গুরুত্ব দিয়েছে। ছোটবেলা থেকেই শিশুকে সুন্দর আদব শেখানো হলে সে বড় হয়ে একজন সৎ, দায়িত্ববান ও শিষ্টাচারপূর্ণ মানুষে পরিণত হয়। নিচে বাচ্চাদের শেখানোর মতো কিছু প্রাথমিক আদব উল্লেখ করা হলো।১. সালাম দেওয়া ও জবাব দেওয়ার আদব
বাড়িতে ঢুকলে সালাম বলা
বড়দের প্রথমে সালাম করা
সালামের পূর্ণ জবাব দেওয়া
রাস্তায় দেখা হলে সালাম করে কথা শুরু করা
২. খাবারের আদব
খাওয়ার আগে বিসমিল্লাহ বলা
ডান হাত দিয়ে খাওয়া
ছোট কামড়ে ধীরে ধীরে খাওয়া
খাবারের অপচয় না করা
খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলা
৩. ঘুমের আদব
ঘুমের আগে ওজু করে নেওয়া (যদি পারে)
বিছানায় শুয়ে তিন কুল পড়া
ডান কাতে শোয়া
ঘুমের দোয়া শেখানো
৪. পিতামাতা ও বড়দের সম্মান
বড়দের সাথে উচ্চস্বরে কথা না বলা
বাবা-মায়ের আহ্বানে দ্রুত সাড়া দেওয়া
দাদা-দাদি, নানা-নানির সঙ্গে ভদ্র আচরণ করা
কারও কথা বলার সময় বাধা না দেওয়া
৫. মসজিদে যাওয়ার আদব
মসজিদে দৌড়াদৌড়ি না করা
জুতা-স্যান্ডেল ঠিক জায়গায় রাখা
নামাজের সময় চুপচাপ দাঁড়িয়ে থাকা
কুরআন ও মিম্বারের প্রতি সম্মানজনক আচরণ
৬. পরিস্কার-পরিচ্ছন্নতার আদব
নখ ছোট রাখা
টয়লেট ব্যবহারের আদব শেখানো
পানি অপচয় না করা
নিজের জিনিস নিজে গোছানো
৭. কথা বলার আদব
সত্য কথা বলা
মিথ্যা ও গীবত থেকে দূরে থাকা
বিনয়ের সাথে কথা বলা
কারও প্রতি কটু কথা না বলা
৮. বই–কিতাব ও কুরআনের সম্মান
কুরআন পাক উঁচু স্থানে রাখা
পৃষ্ঠায় ভাঁজ না করা
বই ছুঁড়াছুঁড়ি না করা
শিখতে আগ্রহী হওয়া
৯. দোয়া করা ও আল্লাহর প্রতি ভরসা
ছোট ছোট দোয়া মুখস্থ করানো
ভালো কিছু পেলে আলহামদুলিল্লাহ বলা
কষ্টে আল্লাহর সাহায্য চাওয়া
অন্যের জন্য দোয়া করা
১০. বন্ধু ও প্রতিবেশীর প্রতি আচরণ
খেলাধুলায় ঝগড়া না করা
নিজের জিনিস শেয়ার করতে শেখানো
কাউকে মারধর না করা
সবার সঙ্গে হাসিমুখে কথা বলা
শেষ কথা
শিশুকে আদব শেখানো শুরু করতে হবে ছোটবেলা থেকেই। সবচেয়ে কার্যকর উপায় হলো—সন্তানকে যা শেখাতে চান, তা বাবা–মা নিজেরাই আগে বাস্তবায়ন করবেন। কারণ শিশুর সেরা শিক্ষক তার বাবা-মা।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা