প্রিন্ট এর তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫
পাক-আফগান সীমান্তে ফের উত্তেজনা, মধ্যরাতে ব্যাপক গোলাগুলিা
রয়টার্স ||
থামছেই না পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা। দুই দেশের ব্যর্থ শান্তি আলোচনা শেষে আবারও সীমান্তে শুরু হয়েছে গোলাগুলি। শনিবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে কান্দাহার-চামান সীমান্ত এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে তীব্র গুলি বিনিময়ের ঘটনা ঘটে।দুই পক্ষই গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।দুই দেশের ভিন্ন দাবিআফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানি বাহিনী প্রথমে কান্দাহারের বোলদাক এলাকায় হামলা চালায়। অন্যদিকে পাকিস্তান বলছে, আফগান সীমান্তরক্ষীরা চামান এলাকায় ‘বিনা উস্কানিতে’ গুলি ছুড়েছে।পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক বিবৃতিতে বলেন, “পাকিস্তান পুরোপুরি সতর্ক আছে। আমরা আমাদের ভৌগোলিক অখণ্ডতা এবং নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।”আলোচনা ব্যর্থ, প্রতিশ্রুতির পরও গোলাগুলিমাত্র দুই দিন আগে সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছিল ইসলামাবাদ ও কাবুল। তবে কোনো অগ্রগতি হয়নি। আলোচনার পর দুই দেশ যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও সীমান্তে ফের গোলাগুলি পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে।সাম্প্রতিক হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগপাকিস্তান দাবি করছে, সাম্প্রতিক সময়ে দেশটিতে হওয়া কয়েকটি আত্মঘাতী ও সন্ত্রাসী হামলায় আফগান নাগরিকরা তালেবান সরকারের মদদে জড়িত। তবে আফগানিস্তান এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির দায় তাদের ওপর চাপানো ঠিক নয়।পটভূমি২০২১ সালে মার্কিন ও পশ্চিমা বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। গত অক্টোবরে দুই পক্ষের বড় ধরনের সংঘর্ষে কয়েকশ মানুষের প্রাণহানি ঘটে।
সূত্র: রয়টার্স
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা