প্রিন্ট এর তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫
ভোজ্যতেলের দাম বাড়ল, সোমবার থেকে কার্যকরা
নিজস্ব প্রতিবেদক ||
দেশের বাজারে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের পাশাপাশি পাম তেলের দামও বাড়ানোর ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।সংগঠনের আজ রোববার (৭ ডিসেম্বর) দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—বোতলজাত সয়াবিন তেল: প্রতি লিটার ৬ টাকা বেড়ে ১৯৫ টাকা।খোলা সয়াবিন তেল: প্রতি লিটার ৭ টাকা বেড়ে ১৭৬ টাকা।পাঁচ লিটার সয়াবিন তেল: ৩৩ টাকা বেড়ে ৯৫৫ টাকা।খোলা পাম তেল: প্রতি লিটার ১৬৬ টাকা নির্ধারণ।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ মূল্য সমন্বয় করা হয়েছে।৪ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করলেও তখন দাম পরিবর্তন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পরে আজ (রোববার) আবার বৈঠক ডাকা হয় এবং সেখানেই ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।নতুন এ দাম কার্যকর হলে সাধারণ ভোক্তার নিত্যপ্রয়োজনীয় ব্যয়ে চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা