প্রিন্ট এর তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫
সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআরা
নিজস্ব প্রতিবেদক ||
সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘের একটি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন। তবে নিহত ও আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। আইএসপিআর জানায়, সুদানের আবেইতে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলার সময় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা হতাহত হন। বর্তমানে ওই এলাকায় সংঘর্ষ ও যুদ্ধ পরিস্থিতি চলমান রয়েছে।
আইএসপিআর আরও জানায়, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। নিহত শান্তিরক্ষীদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া পরবর্তী সময়ে জানানো হবে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা