প্রিন্ট এর তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপির জোরালো প্রস্তুতিা
নিজস্ব প্রতিবেদক ||
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে বড় আকারের মঞ্চ নির্মাণ চলছে। দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে। সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, বাঁশ ও কাঠ দিয়ে মঞ্চ তৈরি হচ্ছে, পাশে তাঁবু ও মাইক বসানো হচ্ছে।মঞ্চ এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সিনিয়র নেতারা কাজের অগ্রগতি দেখেছেন। তিনি বলেন, “আমাদের ছেলেরা দিনরাত কাজ করছে। নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা চলছে, বাকিটা আল্লাহর হাতে।”ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত চেকপোস্ট বসানো হয়েছে। ডিএমপির ক্যান্টনমেন্ট জোনের পুলিশ ইন্সপেক্টর টি এম আব্দুর রহমান জানান, নিয়মিত চেকপোস্টে গাড়ি পরীক্ষা করা হচ্ছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।তারেক রহমানের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে বিএনপি অনলাইন–অফলাইনে প্রচার চালাচ্ছে। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেন, “রাজনৈতিকভাবে সবচেয়ে বড় প্রস্তুতি নিচ্ছে ছাত্রদল। প্রত্যন্ত গ্রাম থেকেও নেতাকর্মীরা আসবেন।”বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার হবেন। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ওই দিনই জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন হবে। মনোনয়নপত্রের সঙ্গে জামিনে মুক্ত হওয়ার সার্টিফায়েড কপি দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা