প্রিন্ট এর তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫
২৫ লাখ টাকার হীরাখচিত ট্রফি আসছে বিপিএলো
স্পোর্টস ডেস্ক ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঠের লড়াই শুরু হয়ে গেছে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই যে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে, তা হলো বিপিএলের ট্রফি—যেটি এখনো বাংলাদেশে এসে পৌঁছায়নি।এ কারণে এবার অধিনায়কদের নিয়ে কোনো আনুষ্ঠানিক ফটোসেশনও হয়নি। গত দুই দিন ধরে বিষয়টি নিয়ে সমালোচনা বাড়লে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির দাবি, দুবাই থেকে হীরাখচিত নতুন ট্রফি আনা হচ্ছে বিপিএলের জন্য, যার মূল্য প্রায় ২৫ হাজার ডলার—বাংলাদেশি মুদ্রায় যা ২৫ লাখ টাকারও বেশি।আজ সিলেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির সহসভাপতি সাখাওয়াৎ হোসেন। তিনি বলেন,‘আগের ট্রফিটি ছিল গতানুগতিক। পরে আরেকটি ট্রফি আনা হয়েছিল, কিন্তু সেটি আমাদের প্রত্যাশার মানে পৌঁছায়নি। তাই সেটি পরিবর্তন করে নতুন ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই ট্রফিটি আমাদের হাতে আসবে।’বিসিবি জানিয়েছে, দুবাইয়ের একটি প্রতিষ্ঠানের তৈরি ট্রফিটি বিপিএলের মাঝপথে যেকোনো সময় দেশে আসতে পারে। ট্রফি পৌঁছালে সেটির আনুষ্ঠানিক উন্মোচন এবং অধিনায়কদের নিয়ে ফটোসেশনের আয়োজন করা হবে।এর আগে নিরাপত্তা শঙ্কার কারণে ২৪ ডিসেম্বর ঢাকায় নির্ধারিত বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ১৫ মিনিটের সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যার ম্যাচের আগে ছিল সাংস্কৃতিক আয়োজনও।তবে অনুষ্ঠান চলাকালে মঞ্চের সামনে বিসিবি কর্মকর্তাদের ভিড় থাকায় গ্যালারিতে বসে থাকা দর্শকদের জন্য পুরো আয়োজন উপভোগ করা কঠিন হয়ে পড়ে। অনেকের অভিযোগ, অনুষ্ঠানটি মূলত বিসিবি কর্মকর্তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল।সবকিছুর মধ্যেও মাঠের ক্রিকেটে ছিল জমজমাট লড়াই। প্রথম ম্যাচে ১৯১ রানের লক্ষ্য তাড়া করে সিলেট টাইটানসকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা