প্রিন্ট এর তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫
শান্তর সেঞ্চুরিতে বিপিএল শুরুতেই রাজশাহীর দাপুটে জয়া
স্পোর্টস ডেস্ক ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হলো দারুণ উত্তেজনার মধ্য দিয়ে। উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৯১ রানের লক্ষ্য তাড়া করে ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজশাহী।টস হেরে আগে ব্যাট করতে নেমে সিলেট টাইটান্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৯০ রান। দলের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। তিনি ৩৩ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন। শুরুতে রনি তালুকদার করেন ৪১ রান। এছাড়া সাইম আইয়ুব ২৮ ও আফিফ হোসেন ৩৩ রানের কার্যকর ইনিংস খেলেন।রাজশাহীর বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন নেপালের লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে, ৩৮ রান দিয়ে নেন ২ উইকেট। একটি করে উইকেট শিকার করেন বিনুরা ফার্নান্দো ও তানজিম হাসান সাকিব।জবাবে ব্যাট করতে নেমে রাজশাহীর শুরুটা ভালো হয়নি। দলীয় ১৯ রানের মাথায় ১০ রান করে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর শাহিবজাদা ফারহানও ২০ রান করে ফিরে গেলে চাপে পড়ে যায় রাজশাহী। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দারুণভাবে ইনিংস গড়েন শান্ত। একপর্যায়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচ বের করে নেন তিনি। ৬০ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন রাজশাহীর অধিনায়ক। বিপিএল ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।অন্যপ্রান্তে অভিজ্ঞ মুশফিকুর রহিম খেলেন ৩১ বলে ৫১ রানের ঝরঝরে ইনিংস, যেখানে ছিল ৪ চার ও ২ ছক্কা। তাদের অবিচ্ছিন্ন জুটিতেই ১৯.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী।সিলেটের বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ১ উইকেট নিলেও খরচ করেন ৩৯ রান। মোহাম্মদ আমির (০/৩০) ও নাসুম আহমেদ (০/৩৩) তুলনামূলকভাবে সাশ্রয়ী ছিলেন, তবে জয় আটকাতে পারেননি।এই জয়ে আত্মবিশ্বাসী রাজশাহী ওয়ারিয়র্স আগামীকাল তাদের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে। দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্স খেলবে নবাগত নোয়াখালি এক্সপ্রেসের বিপক্ষে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা