প্রিন্ট এর তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫
সিরিয়ার হোমসে আলাউইত অধ্যুষিত এলাকায় মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৬া
||
সিরিয়ার হোমস শহরের একটি আলাউইত অধ্যুষিত এলাকায় শুক্রবার একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “হোমস শহরের ওয়াদি আল-দাহাব এলাকার আল-খাদরি সড়কে অবস্থিত আলী বিন আবি তালিব মসজিদে জুমার নামাজ চলাকালে একটি সন্ত্রাসী বিস্ফোরণ সংঘটিত হয়।” এতে ছয়জন নিহত এবং ২১ জন আহত হন বলে জানানো হয়েছে।সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা (SANA) জানায়, বিস্ফোরণের কারণ ও প্রকৃতি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো এটি আত্মঘাতী হামলা নাকি মসজিদে স্থাপিত কোনো বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে ঘটানো হয়েছে—তা নিশ্চিত নয়।লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিস্ফোরণটি আত্মঘাতী হামলা নাকি কোনো বিস্ফোরক যন্ত্রের কারণে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।হোমসের এক স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, বিস্ফোরণটি সম্ভবত মসজিদের ভেতরে স্থাপিত একটি বিস্ফোরক ডিভাইস থেকে ঘটেছে।এলাকার এক বাসিন্দা নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করে এএফপিকে জানান, “হঠাৎ করে একটি বিকট শব্দ শোনা যায়। এরপর পুরো এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না, শুধু অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে।”সানা প্রকাশিত ছবিতে মসজিদের ভেতরের একটি দেয়ালে বড় গর্ত দেখা গেছে। মসজিদের একাংশে কালো ধোঁয়ার চিহ্ন এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা কার্পেট ও ধর্মীয় বইও দেখা যায়।হোমস শহরের জনসংখ্যার বড় অংশ সুন্নি মুসলিম হলেও এখানে কয়েকটি আলাউইত অধ্যুষিত এলাকা রয়েছে। সিরিয়ার অধিকাংশ মানুষ সুন্নি হলেও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আলাউইত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যাদের বিশ্বাস শিয়া ইসলামের একটি শাখা থেকে উদ্ভূত।২০২৪ সালে আসাদের ক্ষমতাচ্যুতির পর থেকে হোমসে সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে অপহরণ ও হত্যার ঘটনা ঘটছে বলে সিরিয়ান অবজারভেটরি এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছে।চলতি বছরের মার্চে সিরিয়ার উপকূলীয় এলাকায় আলাউইত বেসামরিকদের ওপর ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে। সে সময় কর্তৃপক্ষ দাবি করে, আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালালে সহিংসতা ছড়িয়ে পড়ে।জাতীয় তদন্ত কমিশনের তথ্যমতে, ওই ঘটনায় অন্তত ১ হাজার ৪২৬ জন আলাউইত সম্প্রদায়ের সদস্য নিহত হন। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিহতের সংখ্যা ১ হাজার ৭০০-এর বেশি বলে জানিয়েছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা