প্রিন্ট এর তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলেছে ৩৫ বস্তা টাকা, চলছে গণনাা
অনলাইন ডেস্ক ||
কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স থেকে পাওয়া গেছে ৩৫ বস্তা টাকা। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টায় প্রায় ৩ মাস ২৭ দিন পর দানবাক্সগুলো খোলা হয়।মসজিদ কর্তৃপক্ষ জানায়, বিপুল পরিমাণ টাকার কারণে গণনার কাজ শেষ হতে আজ সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে।দানবাক্স খোলার পর টাকা গণনার কাজে অংশ নিচ্ছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, আল জামিয়াতুল এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থীরা এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এ কাজে চার শতাধিক মানুষ যুক্ত রয়েছেন।মসজিদ কর্তৃপক্ষ জানায়, সাধারণত তিন মাস পরপর দানবাক্স খোলার নিয়ম থাকলেও এবার সময় কিছুটা বেশি হওয়ায় নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়েছে।এর আগে ৩০ আগস্ট সর্বশেষ দানবাক্স খোলা হয়েছিল। সে সময় ৪ মাস ১৮ দিন পর দানবাক্সগুলো খুলে পাওয়া যায় ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা। পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গিয়েছিল।আজ দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মো. রমজান আলীসহ অন্যান্য অতিথিরা।এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। দানবাক্স খোলাকে কেন্দ্র করে মসজিদ এলাকায় ব্যাপক উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা