প্রিন্ট এর তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫
কাশ্মীরে জৈশ ও হিজবুল কমান্ডারদের ধরতে বিশাল সামরিক অভিযানা
||
শ্রীনগর: ভারতের জম্মু ও কাশ্মীরের দুর্গম পার্বত্য এলাকায় জঙ্গি সংগঠন জৈশ-ই-মুহাম্মদ ও হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডারদের ধরতে বড় পরিসরে অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, প্রায় ২ হাজার সেনা সদস্য এই অভিযানে অংশ নিয়েছেন।তুষারে ঢাকা উপত্যকা ও পাহাড়ি পথ দিয়ে যাতে কোনো জঙ্গি অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যেই একের পর এক এলাকায় চিরুনি তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেনা সূত্র জানায়, মূলত জৈশ-ই-মুহাম্মদের সক্রিয় জঙ্গিদের পাশাপাশি সংগঠনটির স্থানীয় কমান্ডারদের গ্রেপ্তার করাই এই অভিযানের প্রধান লক্ষ্য।সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, জৈশ-ই-মুহাম্মদের স্থানীয় কমান্ডার সাইফুল্লাহ ও তার সহযোগী আদিল বর্তমানে কিশতওয়ার জেলার ডোডা অঞ্চলের পাহাড়ে আত্মগোপনে রয়েছে বলে গোয়েন্দা তথ্য মিলেছে। এই দুই জঙ্গির মাথার দাম ৫ লাখ রুপি করে ঘোষণা করা হয়েছে।এই প্রেক্ষাপটে কিশতওয়ারের ছাত্রু গ্রাম থেকে অভিযান শুরু হয়। পাশাপাশি ডোডা অঞ্চলের সেওজধারে এলাকায় টানা তল্লাশি চলছে। শনিবার থেকে কিশতওয়ার জেলার বিভিন্ন অংশেও সেনা অভিযান আরও জোরদার করা হয়েছে।এদিকে, আলাদা আরেক অভিযানে কিশতওয়ারের পাদ্দের সাবডিভিশনে হিজবুল মুজাহিদিনের কমান্ডার জাহিঙ্গির সারুরিকে ধরতে তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী। তার সঙ্গে থাকা সহযোগী মুদ্দাসির ও রিয়াজকেও খুঁজছে নিরাপত্তা বাহিনী।সেনা ও নিরাপত্তা সূত্রের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আসন্ন সময়ের সম্ভাব্য জঙ্গি হামলা ঠেকাতেই এই ব্যাপক অভিযান চালানো হচ্ছে। অভিযানে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এলাকা জুড়ে চরম সতর্কতা জারি রয়েছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা