প্রিন্ট এর তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫
জামায়াতের জোটে যোগ দিল এনসিপি ও এলডিপিা
নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে যোগ দিয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।সংবাদ সম্মেলনে জামায়াতের আমির বলেন, “এর আগে আটটি দল আমাদের সঙ্গে ছিল। আজ আরও দুটি দল—এনসিপি এবং কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি—এই জোটে যোগ দিয়েছে।”তিনি জানান, আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনে আসনভিত্তিক সমঝোতা হয়েছে। আরও কিছু রাজনৈতিক দল জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও এই মুহূর্তে তা বাস্তবায়ন সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।গণ-অভ্যুত্থান–পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের সঙ্গে আগে থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)—এই ছয়টি দল আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করে। পরবর্তী সময়ে এতে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।জামায়াতসহ এই আটটি দল বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে অভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। সর্বশেষ এনসিপি ও এলডিপি যুক্ত হওয়ায় জোটটির পরিসর আরও বিস্তৃত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা