প্রিন্ট এর তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধা
অনলাইন ডেস্ক ||
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকরা।সোমবার দুপুর ২টা থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। অবরোধ শুরুর পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একে একে কর্মসূচিতে যোগ দেন। এতে শাহবাগ চত্বর জুড়ে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।এ সময় আন্দোলনকারীরা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’ এবং ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’—এমন নানা স্লোগানে শাহবাগ মুখরিত করে তোলেন।আন্দোলনকারীরা বলেন, হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।এর আগে টানা তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে রোববার রাত ১০টার দিকে কর্মসূচি সাময়িক প্রত্যাহারের ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। সে সময় তিনি চার দফা দাবি তুলে ধরে আন্দোলনের পরবর্তী কর্মসূচির কথা জানান।চার দফা দাবির মধ্যে রয়েছে—খুনি ও খুনের সঙ্গে জড়িত পুরো চক্রের বিচার দ্রুত সম্পন্ন করা, বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল, ভারত আশ্রয় দেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক আদালতে মামলা করা এবং সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সে থাকা ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা।আবদুল্লাহ আল জাবের বলেন, এই চারটি দাবি তাদের আন্দোলনের মূল ভিত্তি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যেই এসব দাবি বাস্তবায়ন করতে হবে।এদিকে, রোববার ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতেও রাত ৮টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হবে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা