দেশে চলমান শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে চুপ রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এ নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন মাহমুদুল্লাহ।
তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপলোড করা পোস্টে সামগ্রিক ঘটনাপ্রবাহের একটি ইতিবাচক সমাধান চেয়েছেন তিনি, প্রার্থনা করেছেন সৃষ্টিকর্তার কাছে যাতে ন্যায়বিচার হয়।
তিনি লিখেছেন, ‘আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইনশাআল্লাহ। আমরা সবাই চাই ন্যায় বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায় বিচারক।’
তবেতার পোস্ট ঘিরে রয়েছে জল্পনা কল্পনা। নেটিজেনদের প্রশ্ন, ‘স্ট্যাটাসটি দিয়ে ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ আসলে কী বোঝাতে চাইলেন?’, খোলাসা পোস্ট চেয়েচ দাবি করেছেন কেউ কেউ।’ আবার কেউ কেউ লিখেছেন, ‘এটি একটি সেফ জোনে অবস্থানের পোস্টমাত্র।’
আবার অনেকে বলছেন এত দেরিতে পোস্ট কেন?
তবে সেটা যাই হোক। জাতীয় ক্রিকেট দলের অন্যান্যদের মধ্যে তিনিই চেষ্টা করেছেন ক্রিকেটার হিসেবে অবস্থান ধরে রেখে প্রতিবাদ এর সুর তোলার।