সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসারর্চের (নিটার) অন্যতম সংগঠন নিটার বিজনেস এন্ড ইনোভেশন ক্লাবের আয়োজনে শুরু হয়েছে বাৎসরিক “ইনোভেটিভ কেস অ্যানালাইসিস-২০২৪” প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন প্রক্রিয়া।
রবিবার (২০ অক্টোবর) সকালে ক্লাবটির পরিচালনা পর্ষদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিযোগিতাটির অনলাইন রেজিষ্ট্রেশন প্রক্রিয়া উন্মোচন করেন রবং বুধবার (২৩ অক্টোবর) পর্যন্ত এ রেজিষ্ট্রেশন প্রক্রিয়া চলমান থাকবে।
প্রতিযোগিতাটি ২টি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপটি (কেস রিভিল এবং সেমিনার) আগামী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হবে এবং ২৮শে অক্টোবর, ২০২৪ইং তারিখে ফাইনাল ইভেন্টের মাধ্যমে শেষ হবে। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। প্রতিযোগীরা প্রতিযোগিতায় দলীয়ভাবে অংশগ্রহন করবে। প্রতিটি দলে সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ৪ জন সদস্যসীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। প্রতিযোগিতার প্রধান আকর্ষণ হিসেবে প্রতিযোগীদের জন্য ৫০০০ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতাটিতে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগীরা তাদের ব্যবসায়িক বিশ্লেষণ ও কেস সমাধানের দক্ষতা এবং নতুন চিন্তাধারা প্রদর্শন করার সুযোগ পাবে।
“ইনোভেটিভ কেস অ্যানালাইসিস ২০২৪” প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে নিটার সাংবাদিক সমিতি, ফটোগ্রাফি পার্টনার হিসেবে নিটার ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফিক সোসাইটির এবং লজিস্টিক পার্টনার হিসেবে সহযোগিতা করছে নিটার গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব।
প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থীরা জানায়, তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবসায়িক বিশ্লেষণ ও কেস সমাধানের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ হবে আমাদের সকলের। তাই এধরণের প্রতিযোগিতার আয়োজন ও অংশগ্রহণ সকলের জন্য অপরিহার্য।