নিরীহ গাজা ও ফিলিস্তিনবাসীর জনগণের অধিকার রক্ষার আন্দোলনে কোনো আপোস নয়, সোজা প্রতিশোধ হবে বলে কড়া হুশিয়ারি দিয়েছে হামাস। শুক্রবার (৩ আগস্ট) কাতারের দোহায় এমন হামাস প্রধান ইসমাইল হানিয়ার শোক সভায় ও মন্তব্য করেন হামাস নেতা মোহাম্মদ নাজ্জাল।
এছাড়া শোক সভায় হামাসের দায়িত্বরতরা জানান, নেতাদের মৃত্যুর পরও সংগঠনের কার্যক্রম একইভাবে চলবে। উদ্দেশ্য থেকে একপাও বিচলিত হবে না হামাস।
মোহাম্মদ নাজ্জাল বলেন, নতুন নেতা প্রক্রিয়াও নির্বাচন হামাসের বিধি অনুযায়ীই হবে। নিতানিয়াহু ভাবে, আমাদেএ ভাইকে মেরে হয়তো আমাদের নিশ্চিহ্ন করে দিতে পারবে তবে এমন ধারনা ভূল। হামাস একইভাবে টিকে থাকবে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় কাজ করবে। কোনো আপস করবে না। ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করে টিকে থাকার প্রত্যয় ফুটে ওঠে নেতাদের বক্তব্যে।