
ঝিনাইদহ জেলার পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামে এক বাংলাদেশী যুবকে পিটিয়ে হত্যা করে মরদেহটি ইছামতী নদীতে ফেলে দেয় ভারতীয় বিএসএফ সদস্যরা।
শুক্রবার (১০ এপ্রিল) ওই যুবকের মরদেহটি ইছামতী নদীর ভারতীয় অংশে ভাসতে থাকায় স্বজনের কাছে হস্তান্তর করেনি বিএসএফ।
নিহত ওয়াসিম ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে। গ্রামের ইউপি সদস্য ওবাইদুল ইসলাম জানান, গত চার দিন ধরে সন্ধান পাওয়া যাচ্ছিল না ওয়াসিমের। শুক্রবার দুপুরে হুদাপাড়া গ্রামের এক কৃষক মাঠে যাওয়ার পথে একটি মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিষয়টি নিশ্চিত করে। তবে বিএসএফের কারনে এখনও পরিবারকে দেওয়া হয়নি তাদের সন্তানের লাশ।