জুলাই ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সিএমএইচ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন শহীদ আব্দুল্লাহ।
গত ৫আগস্ট পুলিশের গুলিতে মাথায় ব্যাপকভাবে আহত অবস্থায় ভূগছিলেন তিনি। অবশেষে আজকে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই শহীদ। তিনি সামরিক সিএমএইচ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলেন দীর্ঘদিন।
২৩ বছর বয়সী আবদুল্লাহ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি যশোরের বেনাপোলে।
এসময় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে সরকারি ভাবে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা নামাজ। এসময় হাজার হাজার শিক্ষার্থীরা অংশ নেয় এই নামাজে। তার পরিবারের সদস্য বাবা ও বড়রাও উপস্থিত ছিলেন এ নামাজে। সিদ্ধান্ত আসে নামাজ শেষে গ্রামের বাড়িতে নিজস্ব গোরস্থানে আবার জানাজা অনুষ্ঠিত হয়ে কবরস্থ করা হবে শহীদ আব্দুল্লাহকে।