সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলছে । সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে ছাত্র-জনতা।
রবিবার( (০৪ আগস্ট) দুপুর পর্যন্ত চলমান আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত সিরাজগঞ্জে ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জেলার এনায়েতপুর থানার ১৩ জন পুলিশ সদস্য রয়েছে। এছাড়া, লক্ষ্মীপুরে ১১, ফেনী ৮, নরসিংদী ৬, কিশোরগঞ্জ ৬, মাগুরা ৪, রংপুর ৪, বগুড়া ৪, মুন্সীগঞ্জ ৩, কুমিল্লা ৩, শেরপুর ৫, সিলেট ৪, পাবনা ২, জয়পুরহাটে ২, এবং ভোলা, হবিগঞ্জ, কক্সবাজার, সুনামগঞ্জ, বরিশাল ও গাজীপুরের শ্রীপুর ও সাভারে একজন করে নিহত হয়েছেন।
এছাড়া, রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষে এখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন ড্যাফোডিল ইউনিভার্সিটি, একজন হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী, পুলিশ ও আন্দোলনরত সাধারণ মানুষজন।