শিক্ষাপ্রতিষ্ঠানে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নয়, নিয়মিত ‘ছাত্র সংসদ’ নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধি চাই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
ছাত্র রাজনীতি প্রসঙ্গে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ বিষয়ে নিশ্চিত করে আলোচনা করেন।
এদিকে আরেক সহ-সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আপনাদের অবশ্যই রাজনৈতিক মতাদর্শ লালন করার অধিকার আছে। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের দলীয় ব্যানার ব্যাবহারের সুযোগ নেই।
এর আগে ছাত্র রাজনীতি প্রসঙ্গে কেন এখনও স্পষ্ট বক্তব্যের আশায় শিক্ষার্থীদের মধ্যে চলছিলো কানাঘুঁষা এবং রাজু ভাস্কর্যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি প্রতিবাদ সমাবেশও করে হয় গত ৯ আগস্ট।