০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গবির নতুন রেজিস্ট্রার আবু মুহাম্মদ মুকাম্মেল

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু মুহাম্মদ মুকাম্মেল। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১৪ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদন্নতির বিষয়ে বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু মোহাম্মদ মুকাম্মেল জানান, ‘যেহেতু বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার পদ আগে থেকেই খালি ছিল, সেহেতু রেজিস্ট্রার পদত্যাগের পরে আমাকে সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুতই রেজিস্ট্রার নিয়োগ হবে।’

এছাড়াও তিনি বলেন, শিক্ষার্থীদের দাবিসমূহের বিষয়ে প্রশাসন দ্রুতই তাদের সাথে আলোচনা করবে। বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে তিনি শিক্ষার্থীসহ সকল সংগঠনের সহযোগীতা কামনা করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনের আয়োজন দ্রুতই সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবনে তিনি জনকণ্ঠ পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি ছিলেন। ছাত্র জীবন শেষে তিনি বেসরকারী চাকুরীতে যোগদান করেন। ২০০১ সালে তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং ২০১২ সালে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি পান।
এরপরে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে গণ বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। পরে ২০১৮ সালের জানুয়ারিতে উন্নীত হন সিনিয়র সহকারী রেজিস্ট্রার হিসেবে।

উল্লেখ্য, গত ১৩ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম, দূর্নীতিসহ বিভিন্ন অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গবির নতুন রেজিস্ট্রার আবু মুহাম্মদ মুকাম্মেল

Update Time : ১১:২৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু মুহাম্মদ মুকাম্মেল। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১৪ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদন্নতির বিষয়ে বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু মোহাম্মদ মুকাম্মেল জানান, ‘যেহেতু বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার পদ আগে থেকেই খালি ছিল, সেহেতু রেজিস্ট্রার পদত্যাগের পরে আমাকে সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুতই রেজিস্ট্রার নিয়োগ হবে।’

এছাড়াও তিনি বলেন, শিক্ষার্থীদের দাবিসমূহের বিষয়ে প্রশাসন দ্রুতই তাদের সাথে আলোচনা করবে। বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে তিনি শিক্ষার্থীসহ সকল সংগঠনের সহযোগীতা কামনা করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনের আয়োজন দ্রুতই সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবনে তিনি জনকণ্ঠ পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি ছিলেন। ছাত্র জীবন শেষে তিনি বেসরকারী চাকুরীতে যোগদান করেন। ২০০১ সালে তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং ২০১২ সালে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি পান।
এরপরে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে গণ বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। পরে ২০১৮ সালের জানুয়ারিতে উন্নীত হন সিনিয়র সহকারী রেজিস্ট্রার হিসেবে।

উল্লেখ্য, গত ১৩ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম, দূর্নীতিসহ বিভিন্ন অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ।