১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গবেষণা প্রতিযোগিতায় সেরা দশে নিটারের ‘দ্য কোয়ান্টাম লিপার্স’

বিআইএইচআরএম সাপ্লাই চেইন রিসার্চ চ্যালেঞ্জ ৪.০ এর জাতীয় প্রতিযোগিতায় সেরা দশে নির্বাচিত হয়েছে সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চের (নিটার) চার মেধাবী শিক্ষার্থীদের দল “দ্যা কোয়ান্টাম লিপার্স”।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বিআইএইচআরএম এর নিজস্ব ওয়েবসাইটে প্রতিযোগিতার এই ফলাফল প্রকাশ করা হয়।

এর আগে গত ২০, আগস্ট এই প্রতিযোগিতার গবেষণাপত্র অনলাইনে জমা দেয় প্রতিযোগীরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নিটারের “দ্যা কোয়ান্টাম লিপার্স” নামক ৪ সদস্যের দলটির সদস্যরা হলেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইশমাম জাওয়াদ, জাহিদুল ইসলাম, মো: রাবেদ হোসেন ও ইমরান খান।

“দ্যা কোয়ান্টাম লিপার্স” এ প্রতিযোগিতায় সেরা ১০ টি দলের মধ্যে একটি হিসেবে নির্বাচিত হওয়ার পাশাপাশি লেভেল ৩ ডেজিগনেশন প্রোগ্রামে ৯০% স্কলারশিপ পায়। একইসাথে ইন্টারন্যাশনাল জার্নাল – “supply chain insider” এ তাদের রিসার্চ পেপার প্রকাশিত হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, “তাদের এই সাফল্য নিটারের জন্য অত্যন্ত গর্বের যা বাকি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। তাদের অনুসরণ করেই এগিয়ে যাবে অনুজরা এবং নিটারের অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে আশা করা যায়।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গবেষণা প্রতিযোগিতায় সেরা দশে নিটারের ‘দ্য কোয়ান্টাম লিপার্স’

Update Time : ০২:০০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

বিআইএইচআরএম সাপ্লাই চেইন রিসার্চ চ্যালেঞ্জ ৪.০ এর জাতীয় প্রতিযোগিতায় সেরা দশে নির্বাচিত হয়েছে সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চের (নিটার) চার মেধাবী শিক্ষার্থীদের দল “দ্যা কোয়ান্টাম লিপার্স”।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বিআইএইচআরএম এর নিজস্ব ওয়েবসাইটে প্রতিযোগিতার এই ফলাফল প্রকাশ করা হয়।

এর আগে গত ২০, আগস্ট এই প্রতিযোগিতার গবেষণাপত্র অনলাইনে জমা দেয় প্রতিযোগীরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নিটারের “দ্যা কোয়ান্টাম লিপার্স” নামক ৪ সদস্যের দলটির সদস্যরা হলেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইশমাম জাওয়াদ, জাহিদুল ইসলাম, মো: রাবেদ হোসেন ও ইমরান খান।

“দ্যা কোয়ান্টাম লিপার্স” এ প্রতিযোগিতায় সেরা ১০ টি দলের মধ্যে একটি হিসেবে নির্বাচিত হওয়ার পাশাপাশি লেভেল ৩ ডেজিগনেশন প্রোগ্রামে ৯০% স্কলারশিপ পায়। একইসাথে ইন্টারন্যাশনাল জার্নাল – “supply chain insider” এ তাদের রিসার্চ পেপার প্রকাশিত হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, “তাদের এই সাফল্য নিটারের জন্য অত্যন্ত গর্বের যা বাকি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। তাদের অনুসরণ করেই এগিয়ে যাবে অনুজরা এবং নিটারের অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে আশা করা যায়।”