০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জেনারেটর স্থাপনে বিলম্ব, ভোগান্তিতে শিক্ষার্থীরা

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) সম্প্রতি ছাত্র-ছাত্রী হোস্টেলের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর ক্রয় করা হলেও, কার্যকর না করায় ব্যাপক পরিমাণ বিদ্যুৎ সংকটের কারণে পড়াশুনার ক্ষতি এবং বসবাসের অসুবিধা সহ নানা ভোগান্তিতে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে এ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে, বিক্রেতা প্রতিষ্ঠানটির দক্ষ কর্মীর অভাবে সংযোগ স্থাপনে বিলম্ব হচ্ছে বলে জানায় নিটার কর্তিপক্ষ।

এ বিষয়ে হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীরা জানায়, ‘ঘনঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি থাকা-খাওয়ার ভোগান্তি হচ্ছে। জেনারেটর কার্যকর না করা হলে তো শুধু ক্রয় করে লাভ নাই। তাই যত দ্রুত সম্ভব এটাকে বাস্তবে শিক্ষার্থীদের সুবিধায় ব্যবহার উপযোগী করতে হবে।’

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহমেদ ইকবাল রেজা বলেন, ‘ক্রয়ক্রিত জেনারেটরটির প্রতিষ্ঠান জেনারেটরটিকে নিটারে সংযোগ প্রদানের জন্য প্রয়োজনীয় দক্ষ প্রকৌশলী সরবরাহ করতে পারছে না। প্রতিষ্ঠানটিকে তাদের নিজস্ব প্রকৌশলী পাঠানোর প্রস্তাব দিলেও তাদের কারিগরি দক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যা জেনারেটর স্থাপনে আরও বিলম্ব ঘটাচ্ছে।’

তবে এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নানা অভিযোগে অভিযুক্ত ক্যাম্পাসে কর্মরত পূর্বের ইলেকট্রিশিয়ানকে অব্যহতি প্রদান করা হয়। ফলে এমন উচ্চক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতি পরিচালনার জন্য ক্যাম্পাসে বর্তমানে কোনো অভ্যন্তরীণ দক্ষ জনবল না থাকায় বিড়ম্বনায় পড়তে হয়েছে বলেও জানায় সংশ্লিষ্টরা।

শিক্ষার্থীদের দাবি, দ্রুত জেনারেটর চালুর পাশাপাশি নিরাপদ এবং দক্ষতার সহিত ক্রয়কৃত জেনারেটরটি চালানোর জন্য প্রশিক্ষিত ও অভিজ্ঞ লোকবল নিশ্চিত করা জরুরি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জেনারেটর স্থাপনে বিলম্ব, ভোগান্তিতে শিক্ষার্থীরা

Update Time : ১২:৪৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) সম্প্রতি ছাত্র-ছাত্রী হোস্টেলের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর ক্রয় করা হলেও, কার্যকর না করায় ব্যাপক পরিমাণ বিদ্যুৎ সংকটের কারণে পড়াশুনার ক্ষতি এবং বসবাসের অসুবিধা সহ নানা ভোগান্তিতে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে এ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে, বিক্রেতা প্রতিষ্ঠানটির দক্ষ কর্মীর অভাবে সংযোগ স্থাপনে বিলম্ব হচ্ছে বলে জানায় নিটার কর্তিপক্ষ।

এ বিষয়ে হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীরা জানায়, ‘ঘনঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি থাকা-খাওয়ার ভোগান্তি হচ্ছে। জেনারেটর কার্যকর না করা হলে তো শুধু ক্রয় করে লাভ নাই। তাই যত দ্রুত সম্ভব এটাকে বাস্তবে শিক্ষার্থীদের সুবিধায় ব্যবহার উপযোগী করতে হবে।’

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহমেদ ইকবাল রেজা বলেন, ‘ক্রয়ক্রিত জেনারেটরটির প্রতিষ্ঠান জেনারেটরটিকে নিটারে সংযোগ প্রদানের জন্য প্রয়োজনীয় দক্ষ প্রকৌশলী সরবরাহ করতে পারছে না। প্রতিষ্ঠানটিকে তাদের নিজস্ব প্রকৌশলী পাঠানোর প্রস্তাব দিলেও তাদের কারিগরি দক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যা জেনারেটর স্থাপনে আরও বিলম্ব ঘটাচ্ছে।’

তবে এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নানা অভিযোগে অভিযুক্ত ক্যাম্পাসে কর্মরত পূর্বের ইলেকট্রিশিয়ানকে অব্যহতি প্রদান করা হয়। ফলে এমন উচ্চক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতি পরিচালনার জন্য ক্যাম্পাসে বর্তমানে কোনো অভ্যন্তরীণ দক্ষ জনবল না থাকায় বিড়ম্বনায় পড়তে হয়েছে বলেও জানায় সংশ্লিষ্টরা।

শিক্ষার্থীদের দাবি, দ্রুত জেনারেটর চালুর পাশাপাশি নিরাপদ এবং দক্ষতার সহিত ক্রয়কৃত জেনারেটরটি চালানোর জন্য প্রশিক্ষিত ও অভিজ্ঞ লোকবল নিশ্চিত করা জরুরি।