১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিটারে ওয়েভার পরিমাণে শিক্ষার্থীদের ক্ষোভ: সমাধানের দাবি উঠছে

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) ওয়েভার পরিমাণে পরিবর্তনের ফলে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে ৫০% ওয়েভার দাবি করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (২৭ অক্টোবর) প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা একজোট হয়ে পূর্বের দেওয়া ১৮টি দাবির মধ্যে ৫০% ওয়েভার কার্যকর না করার প্রতিবাদে বিক্ষোভ ও প্রশাসনকে সতর্ক করে।

শিক্ষার্থী প্রতিনিধিরা জানান, “৫০% ওয়েভার বর্তমান অর্থনৈতিক চাপ এবং শিক্ষার ব্যয়সংক্রান্ত অস্বচ্ছতার কারণে তাদের আর্থিক বোঝা হ্রাসের ন্যায্য অধিকার। তাই দ্রুত এর কার্যকর রুপ দেখতে চাই।”

এর আগে গত ১ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাস সংস্কারের ১৮ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছিলেন নিটারের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে শিক্ষার্থীরা রাজধানীর পান্থপথে গিয়ে কঠোর অবস্থান কর্মসূচি পালন করলে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশন (বিটিএমএ) এর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল দাবি পূরণে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতি দেন।

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, আলোচনার ফলস্বরূপ ৭ অক্টোবর, ২০২৪ তারিখে গভর্নিং বডির সভা ডেকে ক্যাম্পাসের পাঠদান কার্যক্রম পুনরায় স্বাভাবিক করার ঘোষণা এবং তাদের দাবিগুলোর ধীরে ধীরে পূরণের আশ্বাস দেয়া হয়।

তবে শিক্ষার্থীদের ১৮ দফা দাবির মধ্যে একটি ইন্সটলমেন্টে ৫০% (চৌদ্দ হাজার পাঁচশত টাকা) ওয়েভার চাওয়া হলেও, প্রশাসনের পক্ষ থেকে ২৫% (সাত হাজার দুইশত পঞ্চাশ টাকা) ওয়েভার ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয় এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে থাকেন।

নিটারের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম প্রান্ত (দ্বাদশ ব্যাচ ) বলেন, “সাধারণ শিক্ষার্থীদের ৫০% ওয়েভার এর দাবি তে  মিললো ২৫% যেখানে কী না বর্তমান পরিস্থিতি তে বাংলাদেশে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতেও ওয়েভার দেওয়া হয়েছে, শুধু নিটারে আন্দোলন করে নিতে হলো তাও ৫০% এর জায়গায় ২৫%। এভাবেই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছে।”

শিক্ষার্থীদের এই অসন্তোষ যদি অব্যাহত থাকে, তবে নতুন আন্দোলনের সূচনা হতে পারে বলেও জানান প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নিটারে ওয়েভার পরিমাণে শিক্ষার্থীদের ক্ষোভ: সমাধানের দাবি উঠছে

Update Time : ০২:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) ওয়েভার পরিমাণে পরিবর্তনের ফলে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে ৫০% ওয়েভার দাবি করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (২৭ অক্টোবর) প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা একজোট হয়ে পূর্বের দেওয়া ১৮টি দাবির মধ্যে ৫০% ওয়েভার কার্যকর না করার প্রতিবাদে বিক্ষোভ ও প্রশাসনকে সতর্ক করে।

শিক্ষার্থী প্রতিনিধিরা জানান, “৫০% ওয়েভার বর্তমান অর্থনৈতিক চাপ এবং শিক্ষার ব্যয়সংক্রান্ত অস্বচ্ছতার কারণে তাদের আর্থিক বোঝা হ্রাসের ন্যায্য অধিকার। তাই দ্রুত এর কার্যকর রুপ দেখতে চাই।”

এর আগে গত ১ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাস সংস্কারের ১৮ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছিলেন নিটারের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে শিক্ষার্থীরা রাজধানীর পান্থপথে গিয়ে কঠোর অবস্থান কর্মসূচি পালন করলে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশন (বিটিএমএ) এর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল দাবি পূরণে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতি দেন।

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, আলোচনার ফলস্বরূপ ৭ অক্টোবর, ২০২৪ তারিখে গভর্নিং বডির সভা ডেকে ক্যাম্পাসের পাঠদান কার্যক্রম পুনরায় স্বাভাবিক করার ঘোষণা এবং তাদের দাবিগুলোর ধীরে ধীরে পূরণের আশ্বাস দেয়া হয়।

তবে শিক্ষার্থীদের ১৮ দফা দাবির মধ্যে একটি ইন্সটলমেন্টে ৫০% (চৌদ্দ হাজার পাঁচশত টাকা) ওয়েভার চাওয়া হলেও, প্রশাসনের পক্ষ থেকে ২৫% (সাত হাজার দুইশত পঞ্চাশ টাকা) ওয়েভার ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয় এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে থাকেন।

নিটারের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম প্রান্ত (দ্বাদশ ব্যাচ ) বলেন, “সাধারণ শিক্ষার্থীদের ৫০% ওয়েভার এর দাবি তে  মিললো ২৫% যেখানে কী না বর্তমান পরিস্থিতি তে বাংলাদেশে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতেও ওয়েভার দেওয়া হয়েছে, শুধু নিটারে আন্দোলন করে নিতে হলো তাও ৫০% এর জায়গায় ২৫%। এভাবেই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছে।”

শিক্ষার্থীদের এই অসন্তোষ যদি অব্যাহত থাকে, তবে নতুন আন্দোলনের সূচনা হতে পারে বলেও জানান প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা।