- ২৮ দিনেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবী মেনে না নেওয়ায় বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে সাভারের নয়ারহাটের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইন্সটিটিউটের (নিটার) শিক্ষার্থীরা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টা হতে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান করে নিটারের সাধারণ শিক্ষার্থীর।
জানা যায়, গত ৩১ আগস্ট প্রতিষ্ঠানটির শ্রেণি-কার্যক্রম শুরু হলেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবীর প্রেক্ষিতে ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনের দাবি আদায় আন্দোলনের মুখে শ্রেণি-কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা গত প্রায় একমাস যাবৎ নানা মহলে কথা বলেও পায়নি কাঙ্ক্ষিত সমাধান। তারই প্রেক্ষিতে এমন কঠোর অবস্থানে এবার প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা।
এমতবস্থায় শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায়, “গত ১ সেপ্টেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের যৌক্তিক দাবিগুলো না মেনে নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন কার্যালয়ের দ্বারে দ্বারে (BTMA, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি অনুষদের ডিন, BTMC, পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা) গিয়েছেন, ঘুরেছেন। ”
শিক্ষার্থীরা জানান, আজ ২৮ দিন চলছে কিন্তু নিটার প্রশাসনের এখনো কোনো সমাধানের ইচ্ছা তারা দেখতে পায়নি। বিপরীতে তারা শিক্ষার্থীদেরকে দোষী বানিয়ে, প্রশ্নবিদ্ধ করে, হোস্টেল বন্ধ করে, অপেশাদার আচরণ প্রকাশ করছে। সাধারণ শিক্ষকরা আসতে রাজি থাকলেও তাদেরকে হুমকি দিয়ে, বয়কটের হুঁশিয়ারি দিয়ে ক্লাসে আসতে দিচ্ছে না পাশাপাশি শিক্ষার্থীদের জোরপূর্বক দোষী সাব্যস্ত করে তাদেরকে ছত্র ভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে। তাদের অপশক্তি ব্যবহার করে শিক্ষার্থীদেরকে দমিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। যার ফলস্বরুপ আজ নিটারের সাধারণ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে এই অবস্থান কর্মসূচি পালন করছে।
বর্তমান সমস্যার স্থায়ী সমাধান দৃশ্যমান না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান তারা।