সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত শতাধিক ছাত্র-জনতার সম্পূর্ণ বিনা খরচেই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল।
মঙ্গলবার (০৬ আগস্ট) গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. নাজিমউদ্দীন আহমেদ এবং হাসপাতালের নবনিযুক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মাহবুব জোবায়ের আহতদের খোঁজখবর নেন।
এর আগে গত ৫ই আগস্ট সরকারের পদত্যাগের পর পরই হঠাৎ সাভারে পুলিশের দ্বারা সাধারণ ছাত্র জনতার উপর গুলি বর্ষণে, গুলি বিদ্ধ হয়ে আহত প্রায় দুই শতাধিক মানুষ চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে। এই ঘটনায় চিকিৎসারত অবস্থাতেই ১০ জন নিহত হয়েছেন। আহত এসকল মানুষকে গণস্বাস্থ্য কেন্দ্রের জরুরী ও সার্জারী বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীগণ অক্লান্ত পরিশ্রম করে আহতদের সেবা দিয়ে যাচ্ছেন।
এসময় ডা. নাজিমুদ্দিন আহমেদ বলেন, আজকে দেশে যা হয়ে গেলো সেটি কখনোই কাম্য নয়। তবে আমাদের গণ মানুষের সেবায় প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্র সকল আহত মানুষের মাঝে সম্পূর্ণ বিনা খরচেই সেবা প্রদান করবে। ৭১ এ মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবায় যেমন গণস্বাস্থ্য ছিল তাদের চিকিৎসায়। আজকেও বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধে এই সকল বীরদের চিকিৎসায় গণস্বাস্থ্য তাদের পাশে থাকবে।
উল্লেখ্য, শুধু এদিনই নয়, আন্দোলনের শুরু থেকেই সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল সম্পূর্ণ বিনা খরচেই প্রতিটি আহত ছাত্রের চিকিৎসা চালিয়ে এসেছে প্রায় কয়েকশত শিক্ষার্থী ও সাধারণ মানুষের।