১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাস পরিবহনের ১৭ বাস আটক করেছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • নিউজ ডেস্ক
  • Update Time : ০৩:৩৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • ১ Time View
সাভারে এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার প্রতিবাদে চন্দ্রা টু মিরপুরগামী ইতিহাস পরিবহনের ১৭টি বাস আটক করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত অবধি সাভার পল্লী বিদ্যুৎ মোড় প্রধান সড়ক থেকে ইতিহাসের বাসগুলো আটক করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নিয়ে আসে শিক্ষার্থীরা।

মারধর ও হেনস্তার শিকার হওয়া শিক্ষার্থীর নাম ওবায়দুল্লাহ ওয়াসিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। তিনি পল্লী বিদ্যুৎ এলাকা থেকে ইতিহাস পরিবহনের বাসে যাত্রা শুরু করে সাভারের পাকিজা মোড়ে গেলে সময় সময়ক্ষেপণ নিয়ে তর্কবিতর্কের সময় মারধরের শিকার হন ওই শিক্ষার্থী। পরে সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে তার হেনস্তার ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে ও তার করা ভিডিওটি ভাইরাল হলে  ক্ষোভ সৃষ্টি হয় শিক্ষার্থীদের মধ্যে। এরপর থেকেই শিক্ষার্থীরা পল্লী বিদ্যুৎ থেকে একের পর এক বাস আটক করে ক্যাম্পাসে নিয়ে আসেন।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ওয়াসিম জানান, বাস বারবার নির্ধারিত স্টপ ছাড়া যাত্রী তুলছিল ও দেরি করছিল। বাসচালক ও হেলপারের বিরুদ্ধে প্রতিবাদ করায় হেলপার আমাকে নিয়ে খারাপ মন্তব্য করে। তাই আমি ভিডিও করতে থাকি, একপর্যায়ে হেলপার আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। সে সময় তার সাথে আমার ধস্তাধস্তি হয় ও আমার আঘাত লাগে এবং সে আমাকে বাস থেকে নামিয়ে দেয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির প্রধান রফিকুল ইসলাম জানান, এ ঘটনার আলোচনা বসে সমাধান করা হবে। কোন প্রকার সমাধান না হওয়া পর্যন্ত একটি বাস ও যেতে দেওয়া হবে না।

তবে এ বিষয়ে বাস মালিক পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইতিহাস পরিবহনের ১৭ বাস আটক করেছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

Update Time : ০৩:৩৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
সাভারে এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার প্রতিবাদে চন্দ্রা টু মিরপুরগামী ইতিহাস পরিবহনের ১৭টি বাস আটক করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত অবধি সাভার পল্লী বিদ্যুৎ মোড় প্রধান সড়ক থেকে ইতিহাসের বাসগুলো আটক করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নিয়ে আসে শিক্ষার্থীরা।

মারধর ও হেনস্তার শিকার হওয়া শিক্ষার্থীর নাম ওবায়দুল্লাহ ওয়াসিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। তিনি পল্লী বিদ্যুৎ এলাকা থেকে ইতিহাস পরিবহনের বাসে যাত্রা শুরু করে সাভারের পাকিজা মোড়ে গেলে সময় সময়ক্ষেপণ নিয়ে তর্কবিতর্কের সময় মারধরের শিকার হন ওই শিক্ষার্থী। পরে সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে তার হেনস্তার ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে ও তার করা ভিডিওটি ভাইরাল হলে  ক্ষোভ সৃষ্টি হয় শিক্ষার্থীদের মধ্যে। এরপর থেকেই শিক্ষার্থীরা পল্লী বিদ্যুৎ থেকে একের পর এক বাস আটক করে ক্যাম্পাসে নিয়ে আসেন।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ওয়াসিম জানান, বাস বারবার নির্ধারিত স্টপ ছাড়া যাত্রী তুলছিল ও দেরি করছিল। বাসচালক ও হেলপারের বিরুদ্ধে প্রতিবাদ করায় হেলপার আমাকে নিয়ে খারাপ মন্তব্য করে। তাই আমি ভিডিও করতে থাকি, একপর্যায়ে হেলপার আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। সে সময় তার সাথে আমার ধস্তাধস্তি হয় ও আমার আঘাত লাগে এবং সে আমাকে বাস থেকে নামিয়ে দেয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির প্রধান রফিকুল ইসলাম জানান, এ ঘটনার আলোচনা বসে সমাধান করা হবে। কোন প্রকার সমাধান না হওয়া পর্যন্ত একটি বাস ও যেতে দেওয়া হবে না।

তবে এ বিষয়ে বাস মালিক পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।