০৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ঢাকার মার্কিন দূতাবাসে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হামলা ও নিশ্চিহ্ন করে দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামর্থনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ছাত্র জনতা। সোমবার (০৭ এপ্রিল) দুপুরে মিছিল শুরু হয়। পরে বেলা পৌনে ২টায় দূতাবাসে স্মারকলিপি জমা দেয় মিছিলের ছাত্রজনতা।

এসময় মিছিলরত বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের কণ্ঠে স্লোগানে শোনা, তাঁরা গাজায় ইসরায়েলের নারকীয় হামলার বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছিলেন। এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ’ ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দেন।

এর আগে সকাল ১১টা থেকেই গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করে মহাসড়কে অবস্থান নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণেরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

তবে সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভকে ঘিরে দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করতে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। তারা এক ধরনের মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন। ওই এলাকা দিয়ে যাওয়া মানুষদের তল্লাশি করা হচ্ছে বলেও জানা গেছে।

এছাড়া সেখানে নিরাপত্তা নিশ্চিতে এলাকাটিতে কঠোর অবস্থানে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, এসবি, সিআইডি, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ঢাকার মার্কিন দূতাবাসে বিক্ষোভ

Update Time : ০৮:০৭:২২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হামলা ও নিশ্চিহ্ন করে দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামর্থনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ছাত্র জনতা। সোমবার (০৭ এপ্রিল) দুপুরে মিছিল শুরু হয়। পরে বেলা পৌনে ২টায় দূতাবাসে স্মারকলিপি জমা দেয় মিছিলের ছাত্রজনতা।

এসময় মিছিলরত বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের কণ্ঠে স্লোগানে শোনা, তাঁরা গাজায় ইসরায়েলের নারকীয় হামলার বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছিলেন। এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ’ ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দেন।

এর আগে সকাল ১১টা থেকেই গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করে মহাসড়কে অবস্থান নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণেরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

তবে সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভকে ঘিরে দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করতে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। তারা এক ধরনের মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন। ওই এলাকা দিয়ে যাওয়া মানুষদের তল্লাশি করা হচ্ছে বলেও জানা গেছে।

এছাড়া সেখানে নিরাপত্তা নিশ্চিতে এলাকাটিতে কঠোর অবস্থানে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, এসবি, সিআইডি, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা।