কোটা আন্দোলন ঘিরে শিক্ষার্থী হত্যা, গুম, আটক সহ নানা সরকারি ব্যর্থতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জমায়েত হয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ।
শুক্রবার (২ আগস্ট) দুপুরে জুমার নামাজ পড়ে বেলা তিনটার দিকে প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলে টিএসসি হয়ে শহীদ মিনারে এসে জড়ো হন লাখো মানুষ। এ সময় ঢাবির বিভিন্ন বিভাগের শিক্ষকদেরকেও দেখা গেছে।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে কর্মসূচি শেষ করে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন আন্দোলনকারীরা।
সরেজমিনে গেলে দেখা যায়, শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছেন এই আন্দোলনে। এ সময় তারা গানের মাধ্যমেও বিক্ষোভ প্রদর্শন করেন। স্লোগানে তারা বলেন, ‘আমার ভাই মরলো কেন, স্বৈরাচার জবাব চাই’; ছি ছি হাসিনা, লজ্জায় বাচিঁনা; স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ সহ বিভিন্ন স্লোগান।
বিকালে শহীদ মিনারের এ অবস্থান কর্মসূচি থেকে চার দফা দাবি জানায় আন্দোলনের সমন্বয়কদের গণস্বাক্ষরের মাধ্যমে।