গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হয়েছেন ডা. মাহবুব জুবায়ের সোহাগ।
মঙ্গলবার (০৬ আগস্ট) সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. নাজিমুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে পরিচালকের পদে অধিষ্ঠিত করা হয়।
পরিচালক ডা. মাহবুব জুবায়ের সোহাগ এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের গ্রামীণ স্বাস্থ্য বিভাগের পরিচালক ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের শিশু বিভাগের রেজিস্ট্রার হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করে এসেছেন।
এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে সাংবাদিকদের তিনি জানান, আমি এই প্রতিষ্ঠানেরই শিক্ষার্থী এবং গত ১৫ বৎসর যাবৎ এই প্রতিষ্ঠানে চাকুরিরত আছি ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। আমি চাই স্বজন প্রীতির রীতি পরিবর্তন করে যোগ্য ব্যক্তিকে যোগ্য মর্যাদায় বসিয়ে হাসপাতালকে গণ মানুষের সেবায় দেশ সেরা হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত করতে।
এছাড়া রাত্রী কালীন সময়ে কনসালটেন্ট নিয়োগ সহ ২৪ ঘন্টা এই হাসপাতালে চিকিৎসা সেবা কার্যকর হবে আশ্বাস দেন তিনি।
পরে ট্রাস্টি মহোদয় ডা. নাজিমুদ্দিন আহমেদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী ডা. গোলাম রহমান শাহ জাহান, সহকারী প্রধান নির্বাহী ডা. সোহেল হোসেন, সিনিয়র সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ম্যানেজার আলমগীর কবির রানা, সিনিয়র ফার্মাসিস্ট মো একরাম হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরিচালকের কর্তব্যরত আসনে বসেন তিনি।