বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নব্য সচিব হিসেবে নিয়োগ হয়েছেন ড. মো. ফখরুল ইসলাম।
রবিবার (১১ আগস্ট) এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদায়নের বিষয়ে এ আদেশ জারি করা হয়।
এছাড়া এ প্রজ্ঞাপনের মাধ্যমে সচিব ড. ফেরদৌস জামানকে কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক হিসেবেও নিয়োগ দেয়া হয়।
ড. মো. ফখরুল ইসলাম এর আগে রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া তিনি কমিশনের যুগ্ম সচিব ও পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া, যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইএলটির ওপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিনটি। তিনি এমটিসিপি (মালয়েশিয়া), নাফিক (নেদারল্যান্ডস), সিডা (সুইডেন), এসসিপি (সিংগাপুর) এবং এসডিসি ফেলোশিপের আওতায় উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।